১১ ফার্মেসি মালিককে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রামের হাটাহাজারী পৌরসভায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে সংরক্ষণসহ নানাবিধ অনিয়মের অভিযোগে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ১১ ফার্মেসি মালিকের কাছ থেকে এক লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।  

রোববার রাতে পৌরসভা এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন মেডিকেল গেট এলাকায় ওষুধ আইন-১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ফার্মেসির মালিকদের জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম। এতে ইউএনওকে সহযোগিতা করেন ঔষুধ প্রশাসন চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক শাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও তার সহযোগীরা।

spot_img
পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক সৌন্দর্য ছড়ানো লাল শাপলার বিল সাতলা
পরবর্তী নিবন্ধপ্রধান শিক্ষককে পেটালেন মেয়র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে