ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব সমানভাবেই পড়ে দেশ দুটির ক্রিকেটাঙ্গনে। যে কারণে দেশ দুটির দ্বিপক্ষীয় সিরিজ আর মাঠে গড়াচ্ছে না। বিশ্বকাপ, এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না বললেই চলে।
কিন্তু মাঠের বাইরে দারুণ সখ্য দেশ দুটির ক্রিকেটারদের মধ্যে। দুই দেশের খেলোয়াড়দের একসঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায়। একে অপরের শারীরিক, মানসিক পরিস্থিতির কথা জিজ্ঞেস করেন।
‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠানে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে দেখা হলে কে কোন গাড়ি কিনেছেন এসব খবরও নেন।
এশিয়া কাপে বিরাট কোহলির ফর্মে ফেরা নিয়ে প্রার্থনাও করেছিলেন বাবর আজম-শাহিন আফ্রিদির।
যাই হোক রাজনৈতিক সম্পর্কের শীতলার মধ্যে ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা নিজেদের মধ্যে সম্পর্কের উষ্ণতার পরশ ছড়িয়ে যাচ্ছেন।
সেই উষ্ণতা, ভ্রাতৃত্বের আরও একটি উদাহরণ দেখা গেল মঙ্গলবার। সেটি হলো পাকিস্তান দলের নেটে গিয়ে ৪০ মিনিট ধরে ব্যাটিং অনুশীলন করলেন বিরাট কোহলি!
ব্রিসবেনে প্রথম প্রস্তুতি ম্যাচে অসি পেসার মিচেল স্টার্কের এক বাউন্সারে কাবু হয়েছিলেন বিরাট কোহলি। তখনই হয়তো সিদ্ধান্ত নেন, নেটে বাউন্সারে নিজেকে ঝালিয়ে নেবেন। আসল লড়াইয়ে নামার আগে যত দ্রুত সম্ভব বাউন্সারে দুর্বলতা কাটিয়ে ওঠা চাই।
যেই ভাবনা সেই কাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হতেই ছুটে গেছেন অনুশীলন করতে। তবে নিজেদের নেটে নয়, পাকিস্তানি পেসার নাসিম শাহ ও হারিস রউফের বাউন্সে ব্যাট করতে চলে গেলেন। সেখানে ৪০ মিনিট ব্যাটে চালালেন বাউন্সারের বিপরীতে। এসময় পাশের দুই নেটে অনুশীলন করেন বাবর আজম ও রিজওয়ানকে।



















