বিএনপির গণসমাবেশ, বাস মালিকদের ধর্মঘটে জনভোগান্তি চরমে

খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে দুদিন আগেই বিভাগের সব রুটে বাস ধর্মঘট ডাকা হয়।

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনা বিভাগীয় বাস মিনিবাস মালিক সমিতির এ ধর্মঘটে শুক্র ও শনিবার সব ধরনের যান চলাচল বন্ধ। এতে সাতক্ষীরায় খুলনাগামী মানুষের ভোগান্তি বেড়েছে। 

সাতক্ষীরার ৯টি রুটের মধ্যে ৮টি রুটে বাস চলাচলের দাবি করা হলেও সাতক্ষীরা থেকে খুলনাগামী কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সেই সঙ্গে অন্যান্য রুটেও খুব কমসংখ্যক যানবাহন চলতে দেখা গেছে। 

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু জানান, খুলনায় ধর্মঘটের ডাক দেওয়ায় শুধুমাত্র সাতক্ষীরা থেকে খুলনাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে ৮টি রুটে ঢাকা ও যশোরসহ জেলার অভ্যন্তরে গাড়ি চলাচলের কথা জানালেও তেমন চলতে দেখা যায়নি।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম জানান, ইতোমধ্যে ৩০ ভাগ নেতাকর্মী খুলনায় পৌঁছে গেছেন। বাকিরা বিভিন্ন মাধ্যমে আজ দিনভর যাবেন। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন বলেও দাবি করেন তিনি। 

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী জানান, সড়ক ও নৌপথে বিএনপির নেতাকর্মীদের খুলনায় আসতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। এরপরও সাতক্ষীরা থেকে অন্তত ৮-১০ হাজার নেতাকর্মী খুলনায় এসে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধঘরছাড়া তরুণরা জামাতুল আনসারের হয়ে ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিত
পরবর্তী নিবন্ধ২০২২ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শুক্রবার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে