আবাসিক ভবনের গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত 

যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারে একটি আবাসিক ভবনের গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে দুই আরোহীর সবাই নিহত হয়েছেন।

দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। খবর সিএনএনের।

নিউ হ্যাম্পশায়ারে এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার রাতে বাড়ির গ্যারেজের ওপর বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, এ ঘটনায় বিমানের আরোহী সবাই নিহত হয়েছেন।

শহরের মেয়র জর্জ হ্যানসেল বলেন, বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যে বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আটজন থাকতেন। দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধমেলবোর্নের আবহাওয়া নিয়ে বার্তা দিলেন দুই অধিনায়ক
পরবর্তী নিবন্ধব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে