ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা টার্গেট করে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী

আবারও ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা টার্গেট করে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী। অন্ধকারে দেশটির ১৫ লাখ মানুষ। 

শনিবার ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

তিনি বলেন, পূর্ব-পশ্চিম-দক্ষিণ ও মধ্যাঞ্চলে একযোগে রুশ বাহিনী এ হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বাঞ্চলেও হয়েছে হামলা।এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওডেসার বিশাল এলাকা। 

জেলেনস্কি জানান, এ দিন ৩৬টি রকেট ছুড়েছে রুশ বাহিনী। বেশিরভাগ মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এ ধরনের হামলা রুখতে পারবে না ইউক্রেনের অগ্রযাত্রা।

গত সপ্তাহ থেকে চলা মিসাইল ও ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের ৩০ ভাগের বেশি বিদ্যুৎ স্থাপনা, যা দেশজুড়ে তৈরি করেছে বিদ্যুৎ সংকট।

spot_img
পূর্ববর্তী নিবন্ধরাশিয়ানরা সারা রাতব্যাপী ৩৬টি রকেট ছুঁড়ে ‘বড় হামলা’ চালিয়েছে
পরবর্তী নিবন্ধ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ-কাণ্ডের তদন্ত চলাকালে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে