গাজীপুরের টঙ্গীতে পুলিশের পৃথক অভিযানে ডাকাত দলের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতভর টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা শেষে রোববার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জিত দাস (২০), মানিক (২০), সাকিব (২৪), আবু কালাম (২৮), আরিফ (২৫), সাব্বির (২০), মধু মিয়া (২৮), রিয়াজ (১৯), স্বপন মিয়া (১৯), জিহাদুল (২৪), সুমন মিয়া (২৬), নাঈম (২০), রাফি (১৮), ফকির (৪০), রানা (২৯), পারভেজ (২০), জসিম (৩০), আ. রব (২৫), সুরুজ (৩০), আছর আলী (২৮), বিপ্লব (১৮), বিনোমোহন ত্রিপুরা (২০), মারুফ (১৮) ও আলিফ (১৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি পরিচালনা করে আসছিল। শনিবার রাতভর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৫টি চাকু, একটি দা, চারটি চাপাতি, একটি শাবল, একটি রেঞ্জ, একটি ক্ষুর এবং ৯টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল জব্দ করা হয়।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মেহেদি হাসান দিপু জানান, শনিবার রাতের অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশের অভিযানে ডাকাত দলের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।




















