ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত

শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সঙ্গে একটি লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। 

রোববার ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। 

আহতরা হলেন— হিরা, সাগর রাব্বি। তাদের বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।

গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা টাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিনজন মারা গেছেন। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছলে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

spot_img
পূর্ববর্তী নিবন্ধআবাসিক ভবনের গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত 
পরবর্তী নিবন্ধজার্মানিতে বিমানসহ সব যাত্রী নিখোঁজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে