সোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার

ফেনীর সোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. ইকবাল, আবদুল মুনাফ, কামরুল ইসলাম, জুয়েল হোসেন, আলমগীর হোসেন, মামুন, আবু তাহের। তারা ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সংঘবদ্ধ দলটি আশপাশের বাড়ি ও সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবরে পুলিশ অভিযান চালায়। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই মামলা রয়েছে।

সোনাগাজী থানার ওসি খালেদ হোসেন জানান, বিশেষ প্রক্রিয়ায় পুলিশ জানতে পেরে ডাকবাংলোয় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি এলজি, ৬ রাউন্ড গুলি, ২টি কিরিচ, ১টি রাম দা, গ্রিল কাটার যন্ত্র, ৩টি চার্জার লাইট জব্দ করা হয়।

spot_img
পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
পরবর্তী নিবন্ধধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রং’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে