ইউক্রেন নিজেদের ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ব্যবহার

ইউক্রেন নিজেদের ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ব্যবহার করে এর দায় মস্কোর ওপর চাপাতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া।

ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক, যা তেজস্ক্রিয়তা ছড়ায়। খবর রয়টার্সের।

রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের  প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ অভিযোগ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

যদিও এ বোমার পরমাণু অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নেই, তবে এ বোমা বিস্ফোরণের ফলে বিস্তৃত অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে পরিবেশে দূষণ ছড়িয়ে পড়তে পারে।

রাশিয়ার কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, ইউক্রেন এ ধরনের বোমার ব্যবহার করতে পারে। ইউক্রেন কর্তৃপক্ষও রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ওই অভিযোগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এ অভিযোগ বিপজ্জজনক মিথ্যা।

তিনি বলেন, রাশিয়ার বক্তব্য থেকে মনে হচ্ছে, তারা নিজেরাই ইউক্রেনের মাটিতে এ ধরনের তেজস্ক্রিয় বোমা ব্যবহারের পরিকল্পনা করছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া যদি অভিযোগ করে যে, ইউক্রেন এ ধরনের কোনো কিছুর পরিকল্পনা করছে, তার অর্থ হচ্ছে— রাশিয়া নিজেই সেই পরিকল্পনা করেছে। এখন বিশ্ববাসীর উচিত রাশিয়ার বিরুদ্ধে যতটা দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া।

spot_img
পূর্ববর্তী নিবন্ধদুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ছিটকে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমান যাত্রী
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে