প্রথম ৫ ওভারে এলো ৪৩ রান। ৮ উইকেট হারিয়ে পরের ১৫ ওভারে বাংলাদেশ যোগ করতে পারল আর কেবল ১০১ রান।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করতে পারল বাংলাদেশ।
ব্যাটিংয়ের মতোই বল হাতেও দুর্দান্ত শুরু বাংলাদেশের। প্রথম ওভারে পর পর দুই বলেই জোড়া আঘাত হানলেন পেসার তাসকিন।
তাসকিনের প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন ওপেনার বিক্রমজিত সিং। পরের বলে কিপার সোহানের গ্লাভসবন্দি হন বাস ডি লিডা।
তাসকিনকে হ্যাটট্রিক বঞ্চিত করেছেন কলিন একারম্যান।
খেলার এ পর্যায়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩ রান।




















