নিঃসন্দেহে এটা কোহলির জীবনের সেরা ইনিংস

পাকিস্তানের বিপক্ষে স্নায়ুচাপের ম্যাচে ১৬০ রানের টার্গেট তাড়ায়  ৩১ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত।  

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান কোহলি। পান্ডিয়া আউট হলেও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহিল। 

শেষ ৮ বলে ভারতের দরকার ছিল ২৮ রান। হারসি রউফের করা ১৯তম ওভারের শেষ দুই বলে পরপর ছক্কা হাঁকিয়ে ম্যাচ সহজ করে নেন কোহলি। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। 

শেষ ওভারে টানাটান উত্তেজনাকর মুহূর্তে স্নায়ুচাপ ধরে রাখতে পারেননি মোহাম্মদ নওয়াজ। তার নো আর ওয়াইড বলের খেসারত দিতে হয় পাকিস্তানকে।

৫৩ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮২ রানের ঝলমলে ইনিংস খেলে ভারতের জয়ে ম্যাচ সেরা হন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে রোববার মেলবোর্নে খেলা ইনিংসটিকেই ক্যারিয়ারের সেরা বলেছেন। 

অবিশ্বাস্য সুন্দর ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন বিরাট কোহলি। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার টুইটারে লেখেন- নিঃসন্দেহে এটা কোহলির জীবনের সেরা ইনিংস। তোমার খেলা দেখাটাই ছিল একটা উপহার। ১৯তম ওভারে রউফের বলে লং অন দিয়ে ব্যাকফুটে মারা ছক্কাটা ছিল অসাধারণ! এগিয়ে যাও।

spot_img
পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
পরবর্তী নিবন্ধবর্তমানে ডলারের ওপর চাপ কমে আসায় নতুন দর নির্ধারণ করা হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে