হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সেই সঙ্গে সাগর ও নদীতে থাকা সব মাছ ধরার নৌকাকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

রোববার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। নদী উত্তাল থাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সৃষ্ট ঘূর্ণিঝড়ে যে কোনো পরিস্থতির জন্য জেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, আঘাত হানবে মঙ্গলবার ভোরে
পরবর্তী নিবন্ধ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে