সৌদি আরবে এ সপ্তাহে ‘ডিভোস ইন দ্যা ডেজার্ট’ বা মরুভূমিতে ভালোবাসা নামে একটি ব্যবসায়ীক সম্মেলন হতে যাচ্ছে।
এ সম্মেলনে মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বাইডেন প্রশাসন। খবর আল-আরাবিয়ার।
সোমবার হোয়াইট হাউজের পক্ষ থেকে মার্কিন ব্যবসায়ী নেতাদের এ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি মস্কোর সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠতার জন্য বাইডেন প্রশাসন সৌদি আরবকে আর সহযোগিতা করতে চায় না।
এ কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে আর সৌদি আরবে গিয়ে ব্যবসা করতে বারণ করছে বাইডেন সরকার।
ওপেক প্লাসের অন্যতম সদস্য সৌদি আরবকে তেল উৎপাদন না কমানোর অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কিন্তু ওপেক প্লাসের আরেক প্রভাবশালী সদস্য রাশিয়ার চাপে বাইডেনের সেই অনুরোধ রাখতে পারেনি সৌদি আরব।
এর পর থেকেই রিয়াদের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে বাইডেন প্রশাসনের।




















