সেন্ট মার্টিনে হঠাৎ ভেসে এল এমন এক জাহাজ, যেখানে কেউ নেই

দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনের শেষপ্রান্ত ছেঁড়াদিয়ায় একটি জাহাজ ভেসে এসেছে। জাহাজটিতে কোনো লোকজন নেই। কিছু পাথর ছাড়া অন্য কোনো মালামালও পাওয়া যায়নি। জাহাজের মালিকানা নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

সেন্ট মার্টিনের বাসিন্দা আমির হোসেন আজ বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ করে একটি বড় আকৃতির জাহাজ ভেসে আসতে দেখা যায়। প্রথমে ভয়ে লোকজন সেদিকে যাননি। পরে এলাকার কয়েকজন ছেলে ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ঘটনাস্থলে যান।

জাহাজটিকে বেশ পুরোনো মনে হচ্ছে। এর গায়ে কোনো নাম লেখা নেই। তবে দুটি নম্বর আছে। এর একটি হলো MR 3322, আরেকটি হলো  SC4562B।

সেন্টমার্টিন ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নজির আহমদ বলেন, দুপুরে ছেঁড়াদিয়ার প্রাকৃতিক পাথরের ওপর একটি জাহাজ এসে আটকা পড়েছে। তবে সেখানে কোনো লোকজন ছিলেন না। কিছু পাথরের খোয়া আছে। ইঞ্জিন রুম ছিল তালাবদ্ধ। ভয়ে তাই সেখানে কেউ উঁকি দেননি। জাহাজ ভেসে আসার বিষয়টি স্থানীয় কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

সেন্টমার্টিন কোস্টগার্ডের একজন কর্মকর্তা বলেন, জাহাজটি ভেসে এসেছে। তবে অন্য কোনো মালামাল পাওয়া যায়নি। কিছু পাথর ও খোয়া আছে। এটিতে কোনো নাবিক নেই।

spot_img
পূর্ববর্তী নিবন্ধদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের গ্রহণযোগ্য হিসাব আইএমএফ জানতে চায়
পরবর্তী নিবন্ধসূর্যগ্রহণ আজ, বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে সূর্যগ্রহণ দেখা যাবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে