বলিউডে আসছেন সাইফপুত্র ইব্রাহিম

মা-বাবা অভিনয়ের জগতে থাকলে তারকার সন্তানরাও যে অভিনয়ে আসতে চাইবেন, এমন কোনো কথা নেই। শ্রীদেবীকন্যা, শাহরুখকন্যার মতো কেউ কেউ আসেন, আবার শাহরুখপুত্র আরিয়ানের মতোই কেউ কেউ আসেন না। অনেক তারকার সন্তানই ইন্ডাস্ট্রিতে নিজেদের পা রাখেন না। তবে সাইফপুত্র বলিউডকেই নিজের পেশা হিসেবে বেছে নেবেন, এটা অনেকেই অনুমান করে রেখেছিল।

kalerkantho

২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। পাঁচ বছর পর একই পথ অনুসরণ করছেন সারার ভাই ইব্রাহিম আলী। এমনিতেই সুদর্শন বলে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। সিনেমায় আসার আগেই ভক্ত-অনুসরণকারীর সংখ্যা কম নয়। তবু একটি প্রশ্ন কিছুদিন পরপরই ওঠে, কবে পর্দায় অভিষেক হবে সাইফপুত্রের? এটা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত-অনুরাগীরা। অবশেষে সুখবর পাওয়া গেল।

জানা গেছে, করণ জোহরের প্রযোজনার একটি সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফপুত্র। বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। সিনেমাটির নাম এখনো জানা যায়নি। তবে এটি যুদ্ধের সিনেমা হতে যাচ্ছে। অস্ত্রশস্ত্রের আয়োজন নিয়ে ছবিটি ফ্লোরে উঠতে চলেছে ২০২৩ সালে।

kalerkantho

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন ইব্রাহিম। ফিরে এসে কাজ শুরু করেন ইন্ডাস্ট্রিতে। বলিউডে যে একেবারেই কাজ করার অভিজ্ঞতা নেই ইব্রাহিমের, তা বলা যায় না। করণের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সেটেও রয়েছেন সাইফ-অমৃতার পুত্র। তবে অভিনেতা নয়, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে এবার মূল অভিনেতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_img
পূর্ববর্তী নিবন্ধটুইটারের কার্যালয়ে তালা
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এবারও উল্লেখযোগ্য অবস্থানে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে