সম্প্রতি অনুষ্ঠিত হলো কেনিয়ায় বসবাসরত দুই বাংলার বাঙালিদের আয়োজনে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান- একটি বর্ষার সন্ধ্যা। উপলক্ষ্য ছিল ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর স্মরণে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদযাপন।
সহযোগিতায় ছিল কেনিয়ায় নিযুক্ত ভারত ও বাংলাদেশের হাইকমিশন।
অনুষ্ঠান শুরু হয় ভারতীয় হাইকমিশনার ড. বীরেন্দর পল ও বাংলাদেশ হাইকমিশনার তারেক মুহাম্মদের শুভেচ্ছা বক্তব্য এবং কেনিয়া বেঙ্গলি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির (KBCWS) চেয়ারম্যান ডা. অনুপ দাসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে।
সাংস্কৃতিক পর্বের শুরুতেই দর্শক-শ্রোতাদের মন কেড়ে নেয় কেনিয়ান শিল্পী মিস গ্রেসের গাওয়া প্রার্থনা সংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ ও ‘খেলিছো এ বিশ্ব লয়ে’। ‘পুরানো সেই দিনের কথা’ গানের সাথে ড্রাম বাজিয়ে সবার প্রশংসা কুড়ান সাসমীত মণ্ডল। এর পরপরই শুরু হয় শতরুপা ব্যানার্জির গ্রন্থনা ও পরিবেশনায় ‘একটি বর্ষার সন্ধ্যা’। এখানে মিসেস ব্যানার্জি অভিনয় করেন একজন ৭৫ বছর বয়সী নারী; মানসী; চরিত্রে যিনি একটি বৃষ্টিভেজা সন্ধ্যায় স্মৃতিকাতর হয়ে পড়েন এবং তিনি দর্শক
শ্রোতাদের তার জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা বর্ণনা করেন। আর বিভিন্ন শিল্পীরা তা উপস্থাপন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে।
বিভিন্ন পর্বে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি গেয়েছেন- নবনীতা দাস, তাহমীদ ইউসুফ খান, তাহসিন ইউসুফ খান, ওয়াফা বিন তানাসির, ওয়ানিয়া বিন তানাসির ও উশোশী শ্যামপ্রভা, শৈমন্তী ঘোষ, মাহজাবিন ফেরদৌস মিঠুন, কল্পনা মন্ডল, অর্পিতা মুখার্জি, ডা. কাবেরী মজুমদার শর্মা, অনন্যা সেন গুপ্তা, হালিমা আক্তার হাসি, অনুরাধা নাথ, জহিরুল ইসলাম, সুদীপ মজুমদার এবং রিজু দত্ত।
গানের সঙ্গে নৃত্যশিল্পীরা ছিলেন- সুলগ্না ঘোষ, শিল্পী দেব, মীনাক্ষী প্রামাণিক, তিতলি সিনহা, নেহা চক্রবর্তী, কাকলি দাস, সুস্মিতা দাস ও অনুপ দাস।
আবৃত্তিতে ছিলেন-মৌসুমী চৌধুরী, জাহান এহসান রানী ও সাতরূপা ব্যানার্জী।
অনুষ্ঠানটি চমৎকারভাবে উপস্থাপনা করেছেন সৌভিক ব্যানার্জি। আয়োজনকে আরও বেশি উপভোগ্য করে তুলেছিলেন কেনিয়ায় বসবাসরত ভারত ও বাংলাদেশের সব বয়সী বাঙালির সরব উপস্থিতি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পী ও কলাকুশলীদের তাদের অবদানের স্বীকৃতি দিতে KBCWS পক্ষ থেকে ভারত ও বাংলাদেশের হাইকমিশনার এবং KBCWS এর চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত Certificate প্রদান করা হয়।
[প্রি




















