বাস কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা

ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন ফরাজী বাজারের উত্তর পাশে যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। 

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৪ জন আহত হয়। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’ একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। 

মোটরসাইকেলে থাকা ২টি শিশু, ১ নারী ও মোটরসাইকেল আরোহীসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুতর আহত মোটরসাইকেল চালক রুবেল (৪২) ও তার ছেলে হাসানকে (১০) বরিশাল স্থানান্তর করা হয়েছে। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। সকালে চরফ্যাশন থেকে বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেছিল তারা।

spot_img
পূর্ববর্তী নিবন্ধমহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যুবার্ষিকী শনিবার
পরবর্তী নিবন্ধআজ শনিবার সিলেটে গণসমাবেশ করছে বিএনপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে