আতশবাজিতে শেষ হলো কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

অপেক্ষার প্রহর ফুরোবে আর কিছুক্ষণের মধ্যেই। কাতারের আল বায়ত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক ও কাতারের ফাহাদ আল–কুবাইশি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’–এ পারফর্ম করবেন।বিশ্বকাপের ইতিহাসে শীতকালে এটাই প্রথম আসর। আরব বিশ্বেও এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। আর বিশ্বকাপে প্রথম কোরিয়ান হিসেবে উদ্ধোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন জাংকুক। এশিয়ায় এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০০২ সালে জাপান–কোরিয়া বিশ্বকাপে সিউলের উদ্ধোধনী অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো।২০০২ বিশ্বকাপে সিউলে উদ্ধোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত২০০২ বিশ্বকাপে সিউলে উদ্ধোধনী অনুষ্ঠানের একটি মুহূর্তছবি: ফিফা৬০ হাজার আসনবিশিষ্ট আল বায়ত স্টেডিয়ামে ছড়ানো হবে আলোর রোশনাই। চোখ ধাঁধানো আতশবাজির জন্য উদ্ধোধনী অনুষ্ঠানটি স্থানীয় সময় রাতে করা হচ্ছে।প্রস্তুত আল বায়ত স্টেডিয়াম। নিরাপত্তাকর্মীদের পাশাপাশি দর্শকও ঢুকছেন গেট দিয়েপ্রস্তুত আল বায়ত স্টেডিয়াম। নিরাপত্তাকর্মীদের পাশাপাশি দর্শকও ঢুকছেন গেট দিয়েছবি: এএফপি২০: ০৩, নভেম্বর ২০বিশ্বকাপ উপলক্ষ্যে আলোর রোশনাইয়ে সাজানো হয়েছে কাতারের পার্ল আইল্যান্ডবিশ্বকাপ উপলক্ষ্যে আলোর রোশনাইয়ে সাজানো হয়েছে কাতারের পার্ল আইল্যান্ডছবি: রয়টার্সউদ্ধোধনী অনুষ্ঠানের পর লড়াইআল বায়ত স্টেডিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপ থেকে কাতারের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।

spot_img
পূর্ববর্তী নিবন্ধআদালত পুলিশের হেফাজত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়: গাজীপুর পুলিশ কমিশনার
পরবর্তী নিবন্ধফুটবলে মনোযোগ দেওয়ার সময় হয়েছে ইংলিশদের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে