জামা ও প্যান্ট ৫ ঘণ্টা পুড়িয়ে পাওয়া গেল কোটি টাকার স্বর্ণ

একজন মোহাম্মদ জাকির হোসেন, অন্যজন মোহাম্মদ সোলায়মান। দুজনের বাড়ি কুমিল্লায়। বহু বছর ধরে তাঁরা সৌদি আরবে থাকছেন। গত ১৪ অক্টোবর সকালে তাঁরা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে নামেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জাকির ও সোলায়মান—দুজনই বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করেন। তবে গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা খাইরুল ইসলাম জাকিরের প্যান্টের পকেটে হাত দেন। তখন তাঁর কাছ থেকে স্বর্ণের ছয়টি চুড়ি উদ্ধার করা হয়। ওজন ছিল ১০০ গ্রাম। সোলায়মানের কাছ থেকেও চুড়ি উদ্ধার করা হয় ছয়টি।এদিকে দুজনের কাছ থেকেই ছয়টি করে স্বর্ণের চুড়ি উদ্ধার হওয়ায় সন্দেহ বেড়ে যায় শুল্ক গোয়েন্দাদের। তখন দুজনের দেহ তল্লাশি করার সিদ্ধান্ত নেন তাঁরা। তল্লাশি করেও প্রথমে কিছুই পাওয়া যায়নি। তবে তাঁদের দুজনের পড়নে থাকা শার্ট, প্যান্টের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি মনে হয় গোয়েন্দাদের।মোহাম্মদ সোলায়মান মোহাম্মদ সোলায়মান ওজন কেন বেশি, সেই ব্যাখ্যা জানতে চাওয়া হলে জাকির ও সোলায়মান চুপ থাকেন। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুজনই স্বীকার করেন, জামা ও প্যান্টের কাপড়ের ভেতর স্বর্ণের প্রলেপ দেওয়া রয়েছে। অনেক চেষ্টার পরও তাঁদের প্যান্ট ও জামা কেটে স্বর্ণ আলাদা করা যাচ্ছিল না। তখন খবর দেওয়া হয় একটি জুয়েলার্সের দুই স্বর্ণকারকে। তাঁরা বিমানবন্দরে আসেন; কিন্তু স্বর্ণের প্রলেপ বের করতে পারেননি। পরে জামা ও প্যান্ট তাঁতিবাজারে ওই স্বর্ণকারদের কারখানায় নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পর পাঁচ ঘণ্টা ধরে সেগুলো পুড়িয়ে সেখান থেকে বিশেষ কায়দায় উদ্ধার করা হয় স্বর্ণ। স্বর্ণের পরিমাণ ছিল ১ কেজি ৩৪৫ গ্রাম; যার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

spot_img
পূর্ববর্তী নিবন্ধদিল্লিকে হারিয়ে প্রথম ঢাকা, শুধু লজ্জা নয় ভয়ের
পরবর্তী নিবন্ধএবার জার্মানিকে হারিয়ে আরেক অঘটন জাপানের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে