টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ দেখেছেন এক কোটির বেশি দর্শক

আজ মঙ্গলবার টফি অ্যাপে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ দেখেছেন এক কোটির বেশি দর্শক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিটাল বিনোদনের এ অ্যাপটি।টফির পরিচালক আবদুল মুকিত আহমেদ জানিয়েছেন, ‘আমরা যে সাড়া পেয়েছি, তা সত্যিই অসাধারণ। পুরো বিশ্বকাপেই উন্নত মানের স্ট্রিমিং সেবা পাওয়া যাবে টফিতে।’উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২২–এর ম্যাচগুলো স্মার্টফোনে সরাসরি দেখাচ্ছে টফি। গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে টফি অ্যাপ নামিয়ে স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখা যায়। অ্যাপের পাশাপাশি https://toffeelive.com/ ঠিকানার ওয়েবসাইটেও খেলা দেখা যাবে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধদেশের প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করছে
পরবর্তী নিবন্ধফেসবুকে কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা সেটিংস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে