‘হোমওয়ার্ক’ করে লেভার পেনাল্টি ঠেকিয়েছেন ওচোয়া

বাবরি চুল দেখে তাঁকে জগৎ-সংসারের উদাসীন কোনো কবি বলে মনে করলে ভুল হবে। মেক্সিকান গোলকিপার গিলের্মো ওচোয়া আসলে ‘চীনের প্রাচীর’। ভয়, শঙ্কা, সিদ্ধান্তহীনতা এমন কোনো শব্দ তাঁর অভিধানে নেই। বিশ্বকাপে ওচোয়া যেভাবে মেক্সিকান গোলপোস্টকে আগলে রাখেন, তাতে তাঁকে চীনের প্রাচীর বললে মোটেও অত্যুক্তি হয় না।ওচোয়া আর পাঁচজন ফুটবলারের মতো নন, যাঁদের নিয়ে সারা বছর আলোচনা হয়। এই গোলকিপার আলোচনায় আসেন প্রতি চার বছর বাদে, বিশ্বকাপে। যেন সেরাটা দেওয়ার জন্য কেবল বিশ্বমঞ্চই পছন্দ তাঁর। গতকাল যেমন পোল্যান্ডের বিপক্ষে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির পেনাল্টি রুখে দিলেন। যেভাবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে লেভানডফস্কির শট ঠেকালেন, তা দেখে মনে হতে পারে, তিনি আগে থেকেই জানতেন, লেভা কোন দিকে শট নেবেন!পেনাল্টি মিসের হতাশায় মাথায় হাত লেভারপেনাল্টি মিসের হতাশায় মাথায় হাত লেভারএএফপিওচোয়া আগে থেকে হয়তো জানতেন না, তবে পোলিশ স্ট্রাইকারের পেনাল্টি নেওয়া নিয়ে তাঁর ‘হোমওয়ার্ক’ করা ছিল। ম্যাচ শেষে ওচোয়া জানিয়েছেন নিজেই, ‘ভিডিও দেখে লেভানডফস্কির পেনাল্টি ঠেকানো কঠিন। ১৫-২০টি ভিডিও দেখার পরও বোঝা যায় না, সে কোন দিকে শট নিবে। তাই তার পেনাল্টি ঠেকাতে পেরে ভালো লাগছে।’ লেভাকে এভাবেই আটকে রেখেছিলেন মেক্সিকান ডিফেন্ডাররালেভাকে এভাবেই আটকে রেখেছিলেন মেক্সিকান ডিফেন্ডাররাএএফপি১৯৬৬ সালের পর এই প্রথম কোনো মেক্সিকান গোলকিপার বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে পেনাল্টি ঠেকালেন।

spot_img
পূর্ববর্তী নিবন্ধ২৪ নভেম্বর সন্ধ্যা থেকে ৬০ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ
পরবর্তী নিবন্ধবেড়াতে যাওয়ার টাকা জোগাড় করতে নাতি-নাতনির পরিকল্পনায় নানাকে খুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে