কলকাতায় তৈরি শতবর্ষের পুরোনো নির্বাক ছবি ‘বেহুলা’ এবার প্রদর্শিত হচ্ছে মুম্বাইয়ে

সেই নির্বাক চলচ্চিত্রের যুগে শতবর্ষ আগে ১৯২১ সালে কলকাতায় নির্মিত হয়েছিল নির্বাক ছবি ‘বেহুলা’। সেদিনের কলকাতার নামী থিয়েটার সংস্থা ম্যাডান থিয়েটার্স নির্মাণ করেছিল এই বেহুলা ছবি। আর এই ছবির তৎকালীন অভিনেত্রী ছিলেন অ্যাংলো–ইন্ডিয়ান নায়িকা পেসেন্স কুপার। তিনিই বেহুলার চরিত্রে অভিনয় করেছিলেন।সেই বেহুলা একসময় ফ্রান্সে চলে যান। তারপর একদিন হারিয়েও যান। খোঁজও মিলছিল না একসময়। অবশেষে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা খোঁজ পান বেহুলার। এর আগে ফ্রান্সে গিয়ে বেহুলার ঠাঁই হয় সেখানকার একটি নামী সংগ্রহশালায়।এবার শতবর্ষে ওই উদ্ধার হওয়া ‘বেহুলা’ নির্বাক ছবিটি ফ্রান্স থেকে এনে মুম্বাইতে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বাইতে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ভারতের সপ্তম ফিল্ম প্রিজারভেশন ওয়ার্কশপ । চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সেই ওয়ার্কশপেই এবার প্রদর্শিত হবে ‘বেহুলা’। মুম্বাইয়ের রিগ্যাল প্রেক্ষাগৃহে।মুম্বাইয়ের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রধান এবং প্রখ্যাত ফিল্ম সংরক্ষণবিদ শিবেন্দ্র সিং দুঙ্গারপুর সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পেসেন্স কুপারের সেই নির্বাক ছবি বেহুলাকে এবার হাজির করছি সুদূর ফ্রান্সের সংগ্রহশালা থেকে মুম্বাইয়ের প্রেক্ষাগৃহে।’বেহুলার শুটিং হয়েছিল কলকাতায়। আর এর নির্মাতা ও প্রযোজনা সংস্থা ছিল কলকাতার ম্যাডান থিয়েটার্স। পরিচালক ছিলেন ক্যামিলে লে গ্রাঁ। ‘বেহুলা’ ছবি কলকাতার বাসিন্দা অ্যাংলো–ইন্ডিয়ান অভিনেত্রী পেসেন্স কুপারের অবশ্য প্রথম নির্বাক ছবি ছিল না। পেসেন্স কুপারের প্রথম ছবি ছিল ‘নল–দময়ন্তী’। সেই ছবি নির্মিত হয়েছিল ১৯২০ সালে। আর বেহুলা হয়েছিল ১৯২১ সালে।২০১৫ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয় ফিল্ম প্রিজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ওয়ার্কশপ। করোনার কারণে গত তিন বছর এই ওয়ার্কশপ হতে পারেনি ভারতে। এবার আবার শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে। পুনে, চেন্নাই, কলকাতা এবং হায়দরাবাদে এর আগে এই ওয়ার্কশপ হয়েছে। এবার হচ্ছে মুম্বাইতে। বেহুলা নির্মিত হয়েছিল পাঁচটি রিলে।সপ্তাহব্যাপী আয়োজিত এই ওয়ার্কশপ বা কর্মশালায় চলচ্চিত্র সংরক্ষণের পাশাপাশি পোস্টার আর ছবিসংক্রান্ত যাবতীয় সামগ্রীর রক্ষণাবেক্ষণ নিয়ে বিশেষজ্ঞরা হাতেকলমে কাজ শেখাবেন। এতে করে করোনার কারণে আমাদের যেসব ক্ষয়প্রবণ সেলুলয়েড ক্ষতির মুখে পড়েছিল এবার তা রক্ষা করার চেষ্টা হবে। আমরা সিনেমা রক্ষা করার জন্য এই ওয়ার্কশপ থেকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাব।

spot_img
পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের প্রতিপক্ষ রনকে সমর্থন দেবেন মাস্ক,বিস্তারিত কমেন্টে…
পরবর্তী নিবন্ধসৌদি আরবে বিশ্বকাপ সম্প্রচার বন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে