বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশ ৪ নভেম্বর নিখোঁজ হন। তিন দিন পর ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরায় তাঁকে চেনার উপায় ছিল না। সঙ্গে থাকা মুঠোফোনের সূত্র ধরে পুলিশ তাঁকে শনাক্ত করে। পুলিশ বলছে, হত্যা করে খুনিরা তাঁর মরদেহ নদীতে ফেলে দেয়।গত ২১ মাসে ফারদিনের মতো সারা দেশে নৌ এলাকা থেকে ছয় শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মরদেহ নদীতে ফেলে দিলে ভেসে ওঠার আগেই তাতে পচন ধরে। চেহারা বিকৃত হয়ে যায়।আলামত নষ্ট হয়ে যায়। এমনকি ময়নাতদন্তকারী চিকিৎসক মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেন না। নিজেদের আড়াল করতে খুনিরা মরদেহ নদীতে ফেলে দিচ্ছে বলে তাঁদের ধারণা।নৌ পুলিশ বলছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত গত ২১ মাসে ৬১৮টি মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯০ জনকে হত্যা করা হয়েছে। বাকিরা বিভিন্ন দুর্ঘটনা বা পানিতে ডুবে মারা গিয়ে থাকতে পারেন।নৌ পুলিশ বলছে, পচন ধরায় খুনের শিকার এসব মরদেহের মধ্যে ২২টির পরিচয় শনাক্ত করা যায়নি। হত্যাকারীদের শনাক্ত করতে না পারায় ১০টিতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে নৌ পুলিশ। এ ছাড়া ছয়টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৭৪টির তদন্ত চলছে।




















