দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। মাত্র ৭ দিনের মধ্যেই এই ছবির বক্স অফিস কালেকশন একশো কোটি পেরিয়ে গিয়েছে। প্রত্যাশা আগে থেকেই ছিল। আর সেই প্রত্যাশা প্রভাব ফেলেছে বক্স অফিস কালেকশনে। অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ২’ বক্স অফিসে জোর প্রভাব খাটাতে শুরু করেছে। তাই দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। মাত্র ৭ দিনের মধ্যেই এই ছবির বক্স অফিস কালেকশন একশো কোটি পেরিয়ে গিয়েছে। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘দৃশ্যম ২’ ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, সাত দিনের মধ্যেই এই ছবি ১০৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।




















