এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার জিপিএ-৫ ময়মনসিংহের গৌরীপুর দ্বিগুণ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৩৯ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২২৩ জন।
এবার উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল চার হাজার ৮৫০ জন। পাশ করেছে চার হাজার ২১৬ জন।
পাশের হার ৮৩.৯৩ শতাংশ। উচ্চ বিদ্যালয়ে ৩৮০ জন, মাদ্রাসায় ৮ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৫০ জন। উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল চার হাজার ৮৫০ জন। পাশ করেছে চার হাজার ২১৬ জন। পাশের হার ৮৩.৯৩ শতাংশ। ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২১ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, উপজেলায় এসএসসিতে তিন হাজার ৫৯৩ জনের মধ্যে তিন হাজার ১০৮ জন পাশ করেছে। পাশের হার ৮৬.৪৩ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৫২১ জনের মধ্যে পাশ করেছে ৪৬২ জন। পাশের হার ৮৮.৬৭ শতাংশ ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে ৭৩৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৪৬ জন পাশ করেছে। পাশের হার ৮৭.৭৭ শতাংশ।




















