ব্রাজিলের জয়ের পর বিদ্যা সিনহা সাহা মিমের ফেসবুক পোস্ট

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর পর সুইজদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ জয়ে দেশের ব্রাজিল সমর্থকরা উৎসবের আনন্দে মেতে আছে। ব্যতিক্রম নন তারকারাও। নিজেদের পছন্দের দলকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন অনেক তারকা।

সোমবার দিবাগত রাতে ব্রাজিলের জয়ের পর বিদ্যা সিনহা সাহা মিম তার ফেসবুক পোস্ট দেন। 

তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরও ভালো করতে হবে।’

এর আগে বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইসদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারত। ৬৪ মিনিটে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু  ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স।

এর আগে বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের সঙ্গে দুবার দেখা হলেও একবারও সুইসদের হারাতে পারেনি। ১৯৫০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত ওই দুই ম্যাচই ড্র হয়। তবে এবার সে খরা কাটিয়ে রেকর্ড গড়ল সেলেসাওরা।

spot_img
পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই বাবা-ছেলে 
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থকদের সুখবর দিল রোবট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে