পশ্চিমা বিশ্বে ইসলামের ভবিষ্যৎইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে দ্রুত বিকাশমান ধর্মগুলোর অন্যতম ইসলাম। ২০১৫ সালে প্রকাশিত বৈশ্বিক ধর্মগুলোর ভবিষ্যৎ ও জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানে পিউ রিসার্চ সেন্টার জানায়, আগামী চার দশক পর্যন্ত খ্রিস্টানরা সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হিসেবে থাকলেও ইসলাম অন্য ধর্মগুলোর চেয়ে দ্রুত বৃদ্ধি পাবে। এমনকি বর্তমানের মতো এর অবস্থা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে সংখ্যায় মুসলিমরা খ্রিস্টানদের প্রায় সমান হয়ে যাবে। তা ছাড়া গত ২৯ নভেম্বর যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, এক দশকে মুসলিমদের জনসংখ্যা ৪৪ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটিতে ৩.৮৭ মিলিয়ন মুসলিম বসবাস করছে, যা মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ।মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অভিবাসী, শরণার্থী ও আশ্রয় প্রকল্পের মাধ্যমে এই মহাদেশে বাড়তে শুরু করে মুসলমানদের সংখ্যা। পাশাপাশি ইসলাম গ্রহণের হারও বেড়েছে বহুগুণ। ইসলামকে ইউরোপ ও আমেরিকার দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম ধর্ম বলে মনে করা হয়। ইসলাম ও মুসলিম জনগোষ্ঠী পশ্চিমা বিশ্বের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাই অনেকে মনে করেন ইসলাম গ্রহণের হার আরো বৃদ্ধি পাবে এবং একদিন সেখানে নতুন সূর্য উদিত হবে। তবে অনেকের মতে পশ্চিমা বিশ্বে বহু ক্ষেত্রেই ইসলাম প্রচারে নানা বাধা-বিপত্তি আছে। যা অতিক্রম করাও অনেক কঠিন।