বিশ্বকাপ জিতে বাংলাদেশের উদ্দেশ্যে যা বলল আর্জেন্টিনা

বিশ্বকাপ জিতেও বাংলাদেশের সমর্থকদের ভুলেনি আর্জেন্টিনা। টুইটারে এক ভিডিওবার্তায় বাংলাদেশকে স্মরণ করেন বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সঙ্গে নিরঙ্কুশ সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তারা।

হাজার হাজার মাইলের দূরত্ব ছাপিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা বেশ ভালোভাবেই অনুধাবন করেছেন আলবিসেলেস্তারা। মেসি ও তার দলের প্রতি বাংলাদেশি সমর্কদের ভালোবাসা হৃদয় কেড়েছে আর্জেন্টিনাইনদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় বাংলাদেশকে নিয়ে তাদের উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা।

বাংলাদেশের পতাকা হাতেও দেখা গেছে তাদের। চ্যাম্পিয়ন হওয়ার পরও আর্জেন্টিনার রাস্তাতেও দেখা গেছে লাল-সবুজের পতাকা। আর এর আগে তো বাংলাদেশ ক্রিকেট দলকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিল আর্জেন্টিনা থেকেও। তা ছাড়া কোচ স্কালোনির মুখেও শোনা গেছে বাংলাদেশের নাম।

spot_img
পূর্ববর্তী নিবন্ধকরোনার টিকা চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে
পরবর্তী নিবন্ধবিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে