আর্জেন্টিনায় বিশ্বকাপ জয়ের উদ্যাপন সেরে স্পেনে ফিরেছেন লিওনেল স্কালোনি। মায়োর্কায় তাঁর পরিবার থাকে। এখানকার লা লিগার দল মায়োর্কায় স্কালোনি এক সময় খেলতেন। বিশ্বকাপ জেতায় ক্লাবটি তাঁকে সম্মানিতও করেছে। মায়োর্কায় সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে আর্জেন্টিনার এই কোচের। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, প্রশংসা ঝরছে চারপাশ থেকে। এর মধ্যেও একটি কথা কিন্তু উঠছে। আর্জেন্টিনার কোচ হিসেবে গত ৩১ ডিসেম্বর মেয়াদ পূরণ হয়েছে স্কালোনির। নতুন চুক্তি নিয়ে নাকি আলোচনা চলছে। কিন্তু সেই চুক্তি কবে হবে?