ডেঙ্গু নিয়ে নতুন ৪ রোগী হাসপাতালে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার তিনজন ও ঢাকার বাইরের একজন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আগের দিনও কেউ মারা যাননি।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে ছয়জন ও চলতি ফেব্রুয়ারিতে দুজন মারা গেছেন।কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫ জন। বাকি ১৯ জন ভর্তি অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয়।ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারা বছরই কম–বেশি লক্ষ করা যাচ্ছে। বছরের এই সময়; অর্থাৎ শীতকালে এর প্রাদুর্ভাব একটু কম থাকে। তারপরও এ বছর এখন পর্যন্ত ৬৯৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩৩ জন ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আর বাকি ৩৬২ জন ঢাকার বাইরে অন্যান্য জেলায়।

spot_img
পূর্ববর্তী নিবন্ধচ্যাটজিপিটি
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে ‘হীরামন্ডি’র রানিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে