পরিচালক সঞ্জয় লীলা বানসালির জাদুকরি এক দুনিয়া ‘হীরামন্ডি’। বহুপ্রতীক্ষিত এই ওয়েব সিরিজটির সঙ্গে একাধিক নায়িকার নাম উঠে এসেছে। আবার সেসব নাম মুছেও গেছে। এবার ফাঁস হলো ‘হীরামন্ডি’র ছয় রূপসীর নাম। তাঁরা হলেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সনজিদা শেখ ও শার্মিন সেহগল।গত শনিবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘হীরামন্ডি’ সিরিজের প্রথম লুক প্রকাশ পেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটফ্লিক্সের প্রধান নির্বাহী টেড সারানডস, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। দর্শকাসনে উপস্থিত ছিলেন মণীষা, অদিতি, সোনাক্ষী ও শার্মিন।এই ছয় কন্যাকে নির্বাচন প্রসঙ্গে বানসালি বলেন, ‘শুরুতে তারা কেউ পারফেক্ট ছিলেন না। কিন্তু একজন পরিচালকের কাজ হলো পর্দায় পারফেক্টভাবে তুলে ধরা। তবে তাঁরা অবশ্যই যোগ্য ছিলেন। কাজ করতে করতে বুঝেছি আমার নির্বাচন সঠিক ছিল।’ মণীষা এর আগে বানসালির ‘খামোশি’র নায়িকা ছিলেন। এই খ্যাতনামা নির্মাতা বলেন, ‘মণীষার সঙ্গে আগেই কাজ করেছি। তাই তাঁর সঙ্গে আমার সম্পর্কটা বিশেষ। মণীষা, অদিতি, সোনাক্ষীসহ প্রত্যেকে চরিত্রের গাম্ভীর্য পর্দায় তুলে ধরেছেন।’১৪ বছর আগে ‘হীরামন্ডি’ নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন বানসালি। অবশেষে পর্দায় আসতে চলেছে তাঁর স্বপ্নের প্রকল্প। এই দুনিয়ার বাসিন্দা একঝাঁক যৌনকর্মী, তাঁরাই ‘হীরামন্ডি’র রানি। তাঁদের সৌন্দর্যে আলোকিত ‘হীরামন্ডি’। তাঁদের নিয়েই সিরিজটি নির্মাণ করা হয়েছে। স্বাধীনতার আগে গণিকাদের প্রেম, প্রতারণা, বিরহ, সংস্কৃতি ও সংগ্রাম এই সিরিজের মাধ্যমে তুলে ধরেছেন বানসালি। সিরিজটি প্রসঙ্গে এদিন তিনি বলেছেন, ‘“হীরামন্ডি”র জন্য আমি নিজেকে উজাড় করে দিয়েছি। সিরিজটির জন্য কঠোর পরিশ্রম করেছি। “বাজিরাও, “দেবদাস”-এর জন্যও এত পরিশ্রম করিনি।’




















