চলতি সপ্তাহের গোড়াতে দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গিয়েছিল সোনা। শনিবার দেওয়া এক ঘোষণায় প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। লাখ টাকার চেয়ে মাত্র ১ হাজার ২০৬ টাকা কম। তবে তিন দিন পর খানিকটা কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রতি ভরি সোনার দাম কমবে ১ হাজার ১৬৬ টাকা। তাতে ভালো মান, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৯৭ হাজার ৬২৮ টাকায়। দর কমলেও এটি দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দাম। আজ বুধবার থেকে সারা দেশে নতুন দামে সোনার অলংকার বিক্রি হচ্ছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম সাধারণত ভরিতে এক থেকে দেড় হাজার টাকা সমন্বয় অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস করে। করোনাকালে একবার ৫ হাজার ৮২৫ টাকা বৃদ্ধি করেছিল তারা। তবে শনিবার সোনার দাম ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয় সমিতি। একদফায় সোনার দাম এতটা আগে কখনোই বাড়েনি।