৫০০ উড়োজাহাজ কেনার অর্ডার দিয়ে নতুন রেকর্ড

উড়োজাহাজ

ধনী দেশের বড় বড় বিমান সংস্থার ডজনকে ডজন উড়োজাহাজের ফরমায়েশ দেওয়ার খবর প্রায়ই পাওয়া যায়। অনেক সময় তার সংখ্যা শয়ের ঘর ছাড়িয়ে যায়। এবার সবাইকে টেক্কা দিয়ে রেকর্ড করল ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো। প্যারিস এয়ার শোতে ৫০০টি এয়ারবাস এ৩২০ বিমানের অর্ডার দিয়ে খবরের শিরোনাম হয়েছে তারা।

বাণিজ্যিক যাত্রীবাহী বিমান চলাচলের ইতিহাসে যেকোনো এয়ারলাইনের সবচেয়ে বড় একক ক্রয়াদেশ এটি। প্যারিস এয়ার শোর প্রথম দিনে ঘোষণা করা এই চুক্তির আর্থিক মূল্য ছাড় বাদে প্রায় পাঁচ হাজার ৫০০ কোটি ডলার। এ নিয়ে ইউরোপীয় কম্পানি এয়ারবাসের সঙ্গে ইন্ডিগোর এক হাজার ৩৩০টি উড়োজাহাজের ফরমায়েশ রয়েছে। ২০৩০ এবং ২০৩৫ সালের মধ্যে এগুলো ধাপে ধাপে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

কম দামি টিকিটের বিমান সংস্থা ইন্ডিগো কম্পানি বলছে, নতুন উড়োজাহাজের সরবরাহ তাদের পরিচালন খরচ কমাতে এবং জ্বালানি দক্ষতার উন্নয়ন করতে সাহায্য করবে। আকারে বড়সড় দেশ ভারতে বিমান পরিবহনের বাজার ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, দেশটি বিমান নির্মাণ শিল্পের পরবর্তী প্রবৃদ্ধির ক্ষেত্র হিসেবে চীনকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। জি২০ দেশগুলোর মধ্যে ভারতেই আগামী কয়েক বছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধপাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সেনেগালের স্মরণীয় জয়
পরবর্তী নিবন্ধসিটি নির্বাচন : সিলেট ও রাজশাহীতে ভোটগ্রহণ শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে