পাঁচ আরোহীকে বাঁচাতে ডুবোযান টাইটানের খোঁজে ব্যাপক তল্লাশি গতকালও অব্যাহত ছিল। একটি অনুসন্ধান বিমান গতকাল বুধবার ওপর থেকে পানির নিচে ‘শব্দ’ শনাক্ত করে, যা লক্ষ্য করে অভিযান চালানো হয়। গতকাল স্থানীয় সময় বিকেলেই সম্ভাব্য অনুসন্ধানের স্থানে পানির নিচে কাজ করার রোবটযান পাঠানোর কথা ছিল।

ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে মরিয়া তল্লাশি চালানো মার্কিন কোস্ট গার্ড বাহিনীর কমান্ডার বাংলাদেশ সময় গতকাল রাত ৯টার দিকে বলেন, যানটিতে ২০ ঘণ্টার মতো অক্সিজেন বাকি আছে, যা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শেষ হয়ে যাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী টুইট করে জানিয়েছিল, মঙ্গলবার রাতে পানির নিচে শব্দ শোনা গেছে। বলা হয়. কানাডার একটি পি-৩ বিমান অনুসন্ধান এলাকায় সাগরের পানিতে বিশেষ যন্ত্র নিক্ষেপ করে ওই শব্দ শনাক্ত করেছে। সিএনএন ও রোলিং স্টোন সাময়িকী পৃথকভাবে জানায়, কয়েক ঘণ্টা ধরে আধাঘণ্টা পর পর শব্দটি শোনা যায়।

সাধারণত এভাবে বিপত্সংকেত দেওয়া হয়।
গতকাল স্থানীয় সময় বিকেলে ফরাসি গবেষণা জাহাজ আতালান্তে উদ্ধার অভিযানে যোগ দেয়। এতে আছে পানির নিচে কাজ করার রোবটযান (আরওভি) ভিক্টর ৬০০০। ঘণ্টা দুয়েকের প্রস্তুতির পর এটি কাজে নামার কথা ছিল।
এর ভূমিকা হবে টাইটানকে খুঁজে বের করে ওপরে উঠতে বাধা দিচ্ছে এমন সম্ভাব্য বাধা সরিয়ে দেওয়া। মার্কিন কোস্ট গার্ডে বাহিনীর কমান্ডার বলেছেন, ডুবোযানের ভেতরের অক্সিজেন ঠিক কখন শেষ হবে তা নির্ভর করবে কতটা অক্সিজেন ব্যবহৃত হচ্ছে তার ওপর। টাইটানের কোনো পাইপে যেকোনো মুহূর্তে ফাটল ধরে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : এএফপি, বিবিসি