ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিং দেখে খোঁচা মারলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ডের করার ২৮৩ রানের জবাবে অজিদের প্রথম ইনিংস থেমেছে ২৯৫ রানে। মাত্র ১২ রানের লিড পেয়েছে প্যাট কামিন্সের দল। অজিদের ব্যাটিংয়ের ধরন দেখে বেশ বিরক্ত হয়েছেন ভন।
অ্যাশেজ নিশ্চিত হওয়ার পরেও অজিদের এমন সাবধানী ব্যাটিং দেখে তিনি খোঁচা না মেরে থাকতে পারেননি।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে ভন বলেন, ‘তারা তো অ্যাশেজ নিয়েই দেশে যাচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়াকে আমি এতটা ভয় নিয়ে কখনই খেলতে দেখিনি। এমনিতে তারা অনেক আগ্রাসী এবং খেলাকে এগিয়ে নেয়। কিন্তু এখানে তারা স্রেফ উইকেটে পড়ে থেকে লম্বা সময় ব্যাট করার চেষ্টা করেছে।
এটা ভুলেই গেছে যে বোলারদের ওপর কিছুটা চাপ ফিরিয়ে দিতে হয়। আজ (গতকাল) সকালে তারা যেভাবে ব্যাট করেছে, আমার দেখা অস্ট্রেলিয়ার সবচেয়ে বাজে ব্যাটিং। তারা কখনো এভাবে খেলে না।’
তবে ইংল্যান্ডের পেস মহাতারকা স্টুয়ার্ট ব্রড মনে করেন, অজিরা যেহেতু ‘বাজবল’ কৌশলে খেলে না, তাই তাদের ব্যাটিংয়ের ধরন দেখে বিস্মিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, ‘তারা তাদের খেলার ধরনেই অটল থেকেছে, যে কৌশলে অনেক বছর ধরেই তারা সাফল্য পেয়ে আসছে। ব্যাপারটি তো এ রকম নয় যে অন্য দলও আমাদের খেলার ধরন অনুসরণ করবে। আমাদের জন্য এটা কার্যকর। কিন্তু দিনশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ঘরোয়া গ্রীষ্মের সবগুলো ম্যাচ তারা জিতেছে।
আমরা ভিন্ন ঘরানায় খেলি বলেই তারা তাদের নিজস্ব ঘরানা তো বদলাবে না।’