কয়েক মাস আলাদা থাকার পর বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি স্থিরচিত্র দেখে রাজ-পরীমনির এক হবার খবর প্রকাশ পায়। পর দিন শুক্রবার জানা যায়, পরীমনির বাসা থেকে রাজ আবার বেরিয়ে গেছেন।
এশুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরীমনি। খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ সময় পর শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি স্থিরচিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়।
তবে কখন, কোথায় এবং কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা কেউ-ই বলতে পারেননি। রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, রাজের মাথা ফাটল কীভাবে? কে ফাটাল মাথা?
এই ছবি দেখে দর্শকরা ধরে নিয়েছিল সব মান-অভিমান এক হয়েছেন রাজ-পরী। রাজও জানিয়েছিলেন ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা।
ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।
জানা গেছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। অন্যদিকে পরীমনি জ্বরে ভুগছেন।
একাধিক সূত্র জানায়, জ্বরের কারণে পরীমনি ঠিকমতো কথাও বলতে পারছেন না।কিন্তু এই সময়ে পরীমনির সঙ্গে দেখা যায়নি রাজকে।
এদিকে রাজ কিভাবে মাথায় আঘাত পেয়েছেন সেটি এখনও জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, নিকেতনে একজন পরিচালকের অফিসে রাজ ও পরীমনি মুখোমুখি হয়েছেন, সেখানে বাদানুবাদের ঘটনা ঘটে। সেখানেই মাথা ফেটেছে।
এমনকী পরীমনিও সে ঘটনাতেই হাসপাতালে।
তবে রাজের মাথা অনেকটাই ফেটে গেছে। রক্তাক্ত জখমের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।