লাখ টাকার ভিআর হেডসেট আনল এইচটিসি

ভিআর

ভাইভ এক্সআর এলিট নামের একটি ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট এনেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। এতে রয়েছে ডিটাচেবল ব্যাটারি, ১২ গিগাবাইট মেমোরি ও ১২৮ গিগাবাইট স্টোরেজ।

এ ছাড়া এতে আরো আছে ফোর ফিল্ড অব ভিউ ট্র্যাকিং ক্যামেরা, হাই রেজল্যুশনের আরজিবি কালার ক্যামেরা ও ডেপথ সেন্সর। হালকা ওজনের ভিআর হেডসেটটির দাম এক হাজার ৯৯ ডলার বা এক লাখ ২০ হাজার টাকা।

spot_img
পূর্ববর্তী নিবন্ধবাইডেনকে শেখ হাসিনার চিঠি
পরবর্তী নিবন্ধপাওনা টাকা না পেয়ে বোনের দরজায় বিদেশফেরত ভাইয়ের বিষপান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে