ইসরায়েলি বন্দর ছাড়ল আমেরিকানদের বহনকারী প্রমোদতরি

ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে ‘র‍্যাপসোডি অব দ্য সিস’ নামের একটি প্রমোদতরি সোমবার ইসরায়েলের হাইফা বন্দর থেকে সাইপ্রাসের উদ্দেশে রওনা হয়েছে। এএফপির একজন সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধ চলায় তারা সেখানে আটকা পড়েছিল।গাজায় ইসরায়েলের একটি স্থল আক্রমণ প্রত্যাশিত।তাই মার্কিন দূতাবাস রবিবার মার্কিন নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের বৈধ ভ্রমণ নথিসহ সোমবার হাইফা থেকে ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছিল।সাইপ্রিয়ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থিওডোরোস গোটিস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ক্রুজ প্রমোদতরিটি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লিমাসোলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।গোটসিস বলেন, যদিও সাইপ্রিয়ট কর্তৃপক্ষের সহযোগিতায় নিকোসিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের জন্য সমুদ্রপথটির ব্যবস্থা করেছে, তবে প্রমোদতরিতে অন্য দেশের নাগরিকও থাকতে পারে।হাইফায় কতজন যাত্রী প্রমোদতরিতে উঠেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।সাইপ্রিয়ট সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস সোমবার বলেছেন, সাইপ্রাস ২৬টি ভিন্ন দেশ থেকে তাদের নাগরিকদের সরিয়ে আনার জন্য কাজ করার অনুরোধ পেয়েছে। এ অবস্থায় তার সরকার সামর্থ্যের সর্বোত্তম সাড়া দিচ্ছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধচুরির সময় আটক দুই যুবক, ফিল্মি স্টাইলে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধআজ ১৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে