টাঙ্গাইলে ভোটকেন্দ্রে আগুন দিলো দুর্বৃত্তরা

টাঙ্গাইল শহরের ১নং ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি পরিত্যক্ত ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক ও পুলিশ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম বলেন, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর জানায়।

বিদ্যালয়ে এসে দেখি, যে কক্ষটিতে আগুন দেওয়া হয়েছে, সেটির দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, আগুন দেওয়ার খবর শুনে আমি ওই স্কুলে সকালেই গিয়েছি।

ওই ভোট কেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজা ও জানালা কিছুটা পুড়ে গেছে। তবে ভোটকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।

 

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দরজায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

তবে তেমনটা ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধতেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধট্রেনে আগুনের পর র‍্যাবের অভিযান, বোমা বানানোর সময় আটক ৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে