ডলার সংকটে পিছিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া

বাংলাদেশের চলমান ডলার সংকটের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ ঠিক সময়ে শেষ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষ নাগাদ এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ডলার সংকটের কারণে সঞ্চালন লাইন তৈরিতে দেরি হওয়ায় ২০২৪ সালের ডিসেম্বরের আগে সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার সম্ভাবনা দেখছেন না কর্মকর্তারা।বুধবারও সঞ্চালন লাইনের জন্য ঋণপত্র খোলার বিষয়ে বৈঠক করেছেন অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পিজিসিবি, সোনালি ব্যাংকের কর্মকর্তারা।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অবশ্য এখনো আশা করছে, তারা যথাসময়েই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারবে।এর আগে পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে দেখা গেছে। সেখানেও সঞ্চালন লাইনের অভাবে কেন্দ্রগুলো অলস বসিয়ে রেখে সরকারকে আর্থিক ক্ষতি গুনতে হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধডলার সংকটে ব্যাংকে বিদেশগামী ছাত্রদের স্টুডেন্ট ফাইল খোলা বন্ধ
পরবর্তী নিবন্ধসোনার দাম ভরিতে বেড়েছে ১,৭৪৯ টাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে