৩য় ওয়ানডে খেলেই দেশে ফিরবেন সাকিব

0

সাকিবকে ছুটি দেয়া হয়েছে, খবরটি নিশ্চিত করেছে বিসিবি। আজ সোমবার (২১ মার্চ) দেশে ফেরার কথা থাকলেও শেষ ম্যাচ খেলেই দেশে ফিরবেন সাকিব। পরিবারের পাশে থাকতে ঢাকায় ফেরার কথা শোনা গেলেও ৩য় ওয়ানডে খেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান।

হাসপাতালে চিকিৎসাধীন সাকিব আল হাসানের পরিবারের সবার অবস্থা স্থিতিশীল। তাই ৩য় ওয়ানডে খেলে দু’দিনের জন্য ঢাকা ঘুরে যাবেন তিনি। তবে সাকিব যখনই ফিরতে চান, তা নিয়ে কোনো আপত্তি নেই বিসিবির। সোমবার বিকেলে এমনটি জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

জানা গেছে, একমাত্র স্ত্রী উম্মে আহমদ শিশির ছাড়া সাকিবের তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়িসহ বলতে গেলে পুরো পরিবারই হাসপাতালে ভর্তি। অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে। তাদের চিকিৎসা চলছে। সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, আগের দুই দিন অচেতন ছিলেন সাকিবের মা। এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাকিবের ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররাম নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত। তাদের সকলকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। আগের থেকেই তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে।

এ প্রসঙ্গে সুজন বলেন, “এটাতে তো কারো হাত নেই। পারিবারিক ব্যাপারটা তো সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ওর জন্যও গুরুত্বপূর্ণ। এজন্যই আসলে এমনটা হচ্ছে। ও টোটালি খেলতে চায়। খেলার ব্যাপারে খুবই সিরিয়াস। প্রথম ম্যাচে তো ম্যাচ সেরা হলো। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে রান করতে না পারলেও বোলিং ভালো হয়েছে। ও সিরিজ জিততে চায়।”

এদিকে, সাকিব না খেললে তার পরিবর্তে টিম ম্যানেজমেন্ট কাকে খেলাত- তা নিয়েই দেখা দিয়েছিল বড় প্রশ্ন। কেননা সাকিব না খেললে হয়তো একজন ব্যাটার কিংবা একজন বোলার কম নিয়ে খেলতে হতো দলকে। 

টিম ডিরেক্টর জানালেন, ওয়ানডে সিরিজ শেষ হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সাকিব। তিনি বলেন, “ও জানে যে হঠাৎ করে ওকে ছাড়া আমাদের জন্য দল সাজানো কতটা কঠিন। এটা খুবই স্বস্তির ব্যাপার যে, সাকিব স্যাক্রিফাইস করছে আমাদের জন্য। আশা করি, তার বাসায় সবকিছু ঠিকঠাক থাকবে এবং সিরিজটা জিতব। ওয়ানডে সিরিজের পর সিদ্ধান্ত নিবে কখন যাবে, না যাবে।”

উল্লেখ্য, দুঃসময়ে পরিবারের পাশে থাকতে সোমবার রাতেই দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দেয়ার কথা ছিল সাকিবের। এমনটাই জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে সুজন বললেন, নিজ থেকেই সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সাকিব।

সাবেক এই অধিনায়ক বলেন, “যেহেতু ফ্যামিলিতে অনেকে অসুস্থ, একটা মেডিক্যাল ইমার্জেন্সির ব্যাপার আছে। মনে একটা দ্বিধা তো আছেই। আজকে ওর চলে যাওয়ার কথা ছিল, বাট সাকিব নিজেই সিদ্ধান্ত বদল করেছে যে, সে যাবে না এখন। তৃতীয় ম্যাচ খেলেই যাবে। এখন সাকিব যাচ্ছে না।”

এদিকে, রোববার দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় লাভ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করায় আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচটাই হতে যাচ্ছে সিরিজ নির্ধারনী ফাইনাল ম্যাচ। যে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায়, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে।

সুজন সোমবার এক ভিডিও বার্তায় বলেন এই সব কথা।

spot_img
পূর্ববর্তী নিবন্ধ৭ উইকেটে টাইগারদের হারালো প্রোটিয়ারা
পরবর্তী নিবন্ধশীতলক্ষ্যায় লঞ্চডুবিতে কার্গোর ৮ জনকে ৩ দিনের রিমান্ডে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে