বহিষ্কার হচ্ছে ঢাবি ও অধিভুক্ত ৭ কলেজের ৭১ শিক্ষার্থী

0

পরীক্ষায় নকল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অধিভুক্ত সাত কলেজের ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

একইসঙ্গে আবাসিক হলে শিক্ষার্থীকে নির্যাতন করার অপরাধে এক ছাত্রলীগ কর্মীকে হল থেকে আজীবন এবং বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে জানান কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী। এছাড়া অভিযুক্তরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বহিষ্কার হতে পারেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগ কর্মী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন এবং বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সূর্যসেন হলে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী সিফাত উল্লাহর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধচীনে ১৩২ আরোহীসহ বিধ্বস্ত বিমান
পরবর্তী নিবন্ধলাল-সবুজের ঐতিহাসিক সিরিজ জয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে