ঠিক আগের দিনই কথাটি বলেছিলেন গিয়ের্মো ওচোয়া। কোন কথা? ‘দেখা গেল ম্যাচে সে কিছুই করছে না। কিন্তু হুট করেই একটা গোল দিয়ে দিতে পারে।’একদিন পরই যে কথাটা এভাবে ফলে যাবে, মেক্সিকান গোলকিপার কি সত্যিই ভাবতে পেরেছিলেন? ওচোয়া তো বরং ‘বিশ্বসেরা মেসি’র বিরুদ্ধে খেলে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে কী ঘটে গেল!ম্যাচের প্রথম এক ঘণ্টা নিজের ছায়া হয়ে থাকা মেসি আচমকাই ওচোয়াকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে, তাও ২০ গজ দূর থেকে নেওয়া শটে। সেই গোলের এমনই মাহাত্ম্য, ওচোয়ার ‘ভবিষ্যদ্বাণী’ আর পরাস্ত হওয়ার গল্পটা হয়ে গেল গৌণ। মুখ্য তখন আরেকটি কীর্তি গাঁথা জন্মের। একটি দেশের নিবতে চলা বিশ্বকাপ-স্বপ্নের বাতিটা যে ওই এক গোলেই চট করেই জ্বলজ্বলে হয়ে উঠল!হ্যাঁ, চট করে জ্বলে ওঠাই। সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান প্রায় ‘নিবু নিবু’ অবস্থায় চলে গিয়েছিল। র্যাঙ্কিংয়ে কাছাকাছি থাকা পোল্যান্ড, মেক্সিকোর আগে যদি সুদূরের সৌদির বিপক্ষেই অমন বিপর্যয় ঘটে, আশার বেলুন তো চুপসে যাবেই।তবে এই বেঁচে যাওয়ায় সূচনা আরেক শুরুর। ‘টিকে থাকাই সার্থকতা’ প্রমাণে পার হতে হবে পোল্যান্ড-পারাবার। ম্যাচ শেষে মেসির কণ্ঠেও যা উঠে এল ‘এখন আর হাল ছাড়া যাবে না। প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল। আর কোনো ভুল করা যাবে না।’



















