রোজায় ৯:৩০ থেকে ৩টা পর্যন্ত প্রাথমিক পাঠদান চলবে

0

আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান চলবে। এ সময় সকাল সাড়ে নয়টা থেকে শ্রেণি পাঠদান শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। 

আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। এ ছাড়া প্রধান শিক্ষকগণ প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন। 

এর আগে ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে ক্লাস বন্ধ রাখার দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। তবে ক্লাস চালু রাখার বিষয়ে অটল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ঘোষণা রাজশাহী ও রংপুর বিভাগে
পরবর্তী নিবন্ধআ. লীগ নেতা টিপু ও কলেজছাত্রী প্রীতি খুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে