ঈশ্বরদীর গ্রেফতার সেই ১২ ও আত্মসমর্পণকারী ২৫ কৃষকের জামিন

অবশেষে পাবনাতে ঈশ্বরদীর গ্রেফতার সেই ১২ ও আত্মসমর্পণকারী ২৫ কৃষকের জামিন মঞ্জুর করেছেন আদালত। পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. শামসুজ্জামান রোববার দুপুরে প্রথমে ওই ১২ জনের জামিন দেন। একই সঙ্গে এ মামলায় বাকি ২৫ জনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে এদিনই তারা আদালতে হাজির হলে জামিনের রায় দেন বিচারক। এর আগে মাত্র ২৫ হাজার টাকা ঋণ খেলাপির দায়ে ওই ১২ জনসহ ৩৭ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ বৃহস্পতি ও শুক্রবার দুপুর পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদুর রহমান সুমন, মইনুল ইসলাম মোহন ও কাজী সাজ্জাদ ইকবাল লিটন।

বাংলাদেশ সমবায় ব্যাংক নামে পাবনার একটি আর্থিক প্রতিষ্ঠান ৩৭ কৃষকের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে আদালতে মামলাটি করে। এ কৃষকরা ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন। উল্লেখ্য, এ সংক্রান্ত একটি প্রতিবেদন শনিবার যুগান্তরসহ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ১২ কৃষককে গ্রেফতারের ঘটনায় ঈশ্বরদীর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, গ্রেফতারের পর ২৫ কৃষকের অনেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাদের ঋণের টাকা পরিশোধ করা আছে। মামলার বিষয়টি তারা জানতেন না। কেন মামলা হয়েছে সেটিও জানেন না।

spot_img
পূর্ববর্তী নিবন্ধঈশ্বরদীর সেই ৩৭ কৃষক তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আবেদন করেছেন
পরবর্তী নিবন্ধব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস নিয়ে টুইটারে পোস্ট করেছে ফিফা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে