বিএনপি জামায়াত জোট সরকার গঠন 

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করে সারা দেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য চক্রান্ত শুরু করেছিল। সারা দেশে ছাত্রলীগ-যুবলীগের অসংখ্য দক্ষ সংগঠককে বেছে বেছে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও এমইএস কলেজ ভিপি মহিম উদ্দিনকেও তারা এভাবে হত্যা করেছিল।

মঙ্গলবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহিম উদ্দিন মহিমের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিম উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

এমআর আজিমের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক অশোক চৌধুরী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, সরওয়ার মোরশেদ কচি, জাহাঙ্গীর আলম প্রমুখ।

spot_img
পূর্ববর্তী নিবন্ধআয়াতের লাশের খণ্ডিত অংশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ৪২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে