রোজার আগে রাজধানীর বাজারে স্বস্তির আভাস

0

বাজার নিয়ে অনেক কাণ্ডের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে এ সপ্তাহে। বড় কোনো পরিবর্তন নেই পণ্যের দামে। মুরগি, চাল, তেল কিংবা মসলা জাতীয় পণ্য প্রায় আগের দামেই বিক্রি হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় কমতির দিকে সবজির দাম। কমেছে পেঁয়াজের ঝাঁঝও।

কিন্তু চালের বাজারে ক্রেতার দেখা মেলা ভার। সপ্তাহের ব্যবধানে তাই আর বাড়েনি দাম। মুরগিও বিক্রি হচ্ছে আগের দরেই। সবজির বাজারেও নেই বড় কোনো পরিবর্তন। তবে দাম এখনও অর্ধশতকের ঘরে। পকেটের হিসাব মেলাতে কম কিনে টিকে থাকতে ভোক্তাদের লড়াইটা তাই চলছেই। 

এদিকে মসলার বাজারে রমজানের প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম এখন হাতের নাগালেই। আদা রসুনও বিক্রি হচ্ছে আগের দরেই।

এক সপ্তাহের ব্যবধানে বাজারে নিত্যপণ্যের দাম না বাড়লেও ভালো নেই ক্রেতারা। তারা বলছেন, যেভাবে পণ্যের দাম বেড়েছে তাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বেতনের সঙ্গে নিত্যপণ্যের চাহিদা কোনো ভাবেই মিলিয়ে উঠতে পারছেন না তারা।

কেউ কেউ আবার বলছেন, আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না। নিত্যপণ্যের দাম বেশি থাকলে আমাদের চাহিদাকেও ছোট্ট করতে হবে। 

চাহিদা বেশি থাকলে পণ্যদ্রব্যের দাম কমে না। গত সপ্তাহ থেকে চাহিদা কমেনি বরং বেড়েছে। তবে পণ্যদ্রব্যের দাম বাড়ানো হয়নি, গত সপ্তাহে যা ছিল এ সপ্তাহেও তা রয়েছে। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে স্টেশন মাস্টার লাঞ্ছিত ছাত্রলীগ নেতার হাতে
পরবর্তী নিবন্ধটিপু ও প্রীতি হত্যাকারি আকাশ গ্রেফতার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে