রুশ-ইউক্রেন বৈঠকে ফলপ্রসূ আলোচনা

0

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনার পর কিয়েভের আশপাশ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে সামরিক অভিযান কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।

অনেক প্রতীক্ষার পর মঙ্গলবার (২৯ মার্চ) ইস্তানবুলে আলোচনায় বসেছিল ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে । 

এদিকে, তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসগলু।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে সামরিক কার্যকলাপ হ্রাস করার আশ্বাস দিয়েছে মস্কো। দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর জন্য এটি প্রথম পদক্ষেপ বলে জানা গেছে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেব তাইয়্যেব এরদোয়ান। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

এরদোয়ান বলেন, এই আলোচনার অগ্রগতি দুই নেতার সাক্ষাতের সুযোগ তৈরি করবে। আর সেই আলোচনা আয়োজনের জন্যও তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ২৮ ফেব্রুয়ারি প্রথমবার বেলারুশ সীমান্তে আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিদল।

দুই সপ্তাহের মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক। যুদ্ধ শুরু হওয়ার পরে এর আগেও সেখানে দু’পক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য যুদ্ধরত দুটো পক্ষের প্রতি আহবান জানান। তিনি বলেন, “সুনির্দিষ্ট ফলাফলে” পৌঁছানোর জন্য এখনই সময়।

spot_img
পূর্ববর্তী নিবন্ধরমজান মাসে ইফতার-তারাবি-সেহরির সময় লোডশেডিং না দেয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধমিরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল এক মায়ের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে