ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেই সাথে চলছে দুই কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ৷
জানা গেছে, এই সংঘর্ষে ইট পাটকেল, ধাওয়া-পাল্টা ধাওয়ার সাথে চলছে ককটেল বিস্ফোরণ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় ভয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কের দুপাশ ফাঁকা হয়ে যায়। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দখলে চলে যায় রাস্তা। ছাত্রদের দুই পক্ষই রাস্তার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী জানান, ঢাকা কলেজের কয়েক ছাত্রকে টিটি কলেজের ছাত্ররা মারধর করেছে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত।পুলিশরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আরো প্রত্যক্ষদশীরা জানিয়েছে, ধাওয়া-পাল্টা ধাওয়া এখনো অব্যাহত রয়েছে। জানা গেছে, টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা কিছুটা কোণঠাসা হয়ে হলের ছাদে অবস্থান নিয়েছে।
অন্যদিকে, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা টিটি কলেজের দেয়াল ও গেট ভাংচুর করেছে, ঘটাচ্ছে একের পর এক ককটেল বিস্ফোরণ। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ঢাকা কলেজ। এতে পুরো এলাকায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এমনকি পুলিশও হামলাকারীদের আশেপাশে যেতে ভয় পাচ্ছে।




















