কাচঘেরা গাড়ি-বাড়িতেই মার্তিনেসের বাংলাদেশ দর্শন

মার্তিনেস

গাড়ির কাচের ভেতরে তিনি। এরপর প্রগতি স্মরণী নেক্সট ভেঞ্চারসের কাচঘেরা রুমে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই হচ্ছে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেসের বাংলাদেশ সফর!

আর্জেন্টিনাকে নিয়ে এ দেশের মানুষের ভালোবাসা নিজের চোখে দেখারই সুযোগ পাননি তিনি।

সেই ভোরে বিমানবন্দর থেকে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের পেছনে ছুটেও কেউ তাকে সরাসরি দেখার সুযোগ পাননি। কাচের ভেতর থেকে যতটুকু তিনি হাত নেড়েছেন এবং যতোটা তাকে দেখা গেছে, সেটুকুই সন্তুষ্টি।

প্রগতি স্মরণীতে নেক্সট ভেঞ্চারসের অফিসে মার্তিনেসকে নিয়ে আসা হয় সকাল ৯টা ১০মিনিটে। সেখানে সংবাদমাধ্যমের অনেকে হাজির হলেও কেউ তার নাগাল পাননি।

এতো ক্যামেরা ও সাংবাদিক দেখে তাকে উৎসাহী দেখা গেলেও আয়োজকরা গাড়ি থেকে নামতেই দেননি। নতুন বউয়ের মতো তাকে গার্ড করে লিফটে তুলে নেওয়া হয়েছে নেক্সটের অফিসে! ওখানে অপেক্ষা করছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তারকা ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মর্তুজা। তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে সোয়া ১০টার দিকে গাড়ি করে মার্তিনেসকে নিয়ে চলে যাওয়া হয়। গন্তব্য প্রধানমন্ত্রীর কার্যালয়।

সেখানে কিছু সময় কাটিয়ে তার ভারতে যাওয়ার কথা বিকালে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধঢাকায় এলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার
পরবর্তী নিবন্ধগুলতেকিনের স্বামী আফতাব আহমদ মারা গেছেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে